রাশিয়ার দর্শনীয় স্থান (Places to Visit in Russia) সম্পর্কে জানা থাকলে রাশিয়া ভ্রমন করতে গেলে আপনার একটা সুন্দর পরিকল্পনা আগে থেকেই করে যেতে পারবেন। আজ আপনাদের জানাবো বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার সেরা ৫টি দর্শনীয় স্থান সম্পর্কে। পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ রয়েছে এই রাশিয়ায়। দেশটির মোট আয়তন ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)।
বিশাল এই ভুখন্ডে পাহাড়, নদী, সমুদ্র, বরফের পাহাড়, লেক সবই আছে এই দেশটিতে। অসংখ্য পর্যটন স্পট থেকে আমি সবচাইতে আর্কষনীয় ৫ টি
১. লেক বৈকাল:
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের লেক বৈকাল হলো পৃখিবীর সবচাইতে পুরোনো এবং গভীরতম লেক। এই লেক প্রায় সাড়া বছরই বরফে ঢাকা থাকে। মাঝে মাঝে এই বরফ এতটাই পুরু থাকে যে আপনি চাইলেই এই লেকের উপর গাড়ি চালিয়ে যেতে পারবেন।
২. ট্রান্স সাইবেনিয়ান রেলওয়ে:
বিশ্বের দীর্ঘতম ট্রেন ভ্রমনের অভিজ্ঞতা নিতে চাইলে এই রেলওয়ের একটি প্যাকেজ আগে থেকেই বুকিং দিয়ে আসতে পারেন। মস্কো থেকে রাশিয়ার সীমান্ত এলাকা ভ্লাদিবস্তক পর্যন্ত। ১৮৯১ সালে টেসার আলেক্সজান্ডার ৩ এই রেলপথে নির্মান কাজ শুরূ এবং তার পুত্র টেসার নিকোলাস ২ ১৯১৬ সালে এই রেলপথ নির্মান কাজ শেষ করে।
৩. সেইন্ট বেসিল ক্যাথিড্র্যাল:
১৫৫৪ থেকে ১৫৬১ থেকে সময়কালে নির্মান হয় এই ঐতিহাসিক স্থাপনা। সাড়া পৃথিবীতে এই ধরনের স্থাপনা আর দ্বিতীয়টি খুজে পাওয়া যাবে না। রাশিয়ার মস্কোতে বেড়াতে আসা দর্শনার্থীদের মুল গন্তব্য থাকে এই ক্যাথিড্রাল।
৪. মাউন্ট এলব্রুস:
দক্ষিন রাশিয়ার সবচাইতে জনপ্রিয় স্তান হলো ককেষাস মাউন্টেন রেঞ্জের এই মাউন্ট এলব্রুস। ১৮৫১০ ফিট উচু বরফে ঢাকা এই পাহাড় সত্যিই অসাধারন। মুলত ভলকানো থেকেই তৈরী হয়েছে এই মাউন্টেন।
৫. হারমিটেজ মিউজিয়াম:
১৭৬৪ সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়াম রাশিয়ার বিখ্যাত এবং ইতিহাস ঐতিহ্যের স্মৃতি দারন করে আছে। রাশিয়া ভ্রমন করতে আসলে এই মিউজিয়ামে আপনাকে অবশ্যই আসতে হবে।