Fiji ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের South Pacific Ocean অস্ট্রেলিয়ার Australia পূর্ব উপকূলএকটি মেলানেশিয়ান Melanesian দেশ । বেশিভাগ মানুষই ইংরেজী ভাষা-বাসীর আওতাভুক্ত। তবে তিনটি ভাষার প্রচলন রয়েছে ইংরেজি, ফিজিয়ান এবং ফিজি হিন্দি। দেশটির মোট আয়তন ১৮ হাজার ২৭৪ বর্গকিলোমিটার সেখানে পরিমান লোকসংখ্যা ৮ লাখ ৬৮ হাজার এর মধ্যে ৫১ শতাংশ হলো ফিজি জাতি আর ৪৪ শতাংশ হলো ভারতীয় জাতি। Fiji ফিজি ৩৩২ টিরও বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ। এর মধ্যে ১১০ টি দ্বিপে জনবসতি গড়ে ওঠেছে।
Fiji ফিজির গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর কারনে সারা বছর রোদ থাকে, Fiji ফিজিতে দুটি ঋতু বিদ্যমান। গ্রীষ্ম ঋতু বিদ্যমান থাকে মে থেকে অক্টোবরের মধ্য সময় পর্যন্চত এ মসয় আকাশ থাকে পরিষ্কার নীল , বৃষ্টিপাত কম হয় এবং বতাসের আর্দ্রতা থাকে বেশ সহনীয়। প্রতিদিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং রাতে কখনই 19 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না। এ সময়টা ভ্রমনের উপযুক্ত সময়।
নভেম্বর এবং এপ্রিলের দিকে বাতাসে কিছুটা আর্দ্রতা আসতে শুরু করে। তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় ।এই সময়ে ভ্রমণের প্রচুর নানান সুবিধা রয়েছে । ফিজিতে ভিড় নেই এবং এখানের আবাসন খুবই সস্তা । ক্রিসমাস এবং নববর্ষের সময়কাল বাদ দিয়ে এ সময়ে দ্বীপগুলি গাছপালা লাইট দিয়ে সাজানো হয় এবং গ্রীষ্মকালে ফুলে পূর্ণ দ্বীপের চারপাশের, এবং জলপ্রপাতগুলি তাদের সবচেয়ে শক্তিশালী।
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০ দিনের অন অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে ভ্রমণ করা যায়। তাই আগে থেকে ভিসা নেয়ার ঝামেলা নেই। তবে ভ্রমনের জন্য ও হেটেল রিজার্ভশন এর জন্য ইমিগ্রেশনের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে।
বাংলাদেশ থেকে সরাসরি কোন ফ্লাইট নেই ফিজিতে। কিন্তু ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক কিংবা ঢাকা-চায়না হয়ে আকাশপথে ফিজিতে যেতে পারেন, যেখানে আপনার এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লাখ টাকা খরচ হতে পারে।