Country Open For Tourism Without Any Restriction ভ্রমন করতে ভালোবাসেন কিন্তু কোয়ারেন্টাইন আর কোভিড টেস্ট এর ভয়ে ভ্রমনে যেতে পারছেন না। তােহলে দেখে নিন এমন কিছু দেশের তালিকা যেখানে আপনি কোন প্রকার বাধা, কোয়ারেন্টাইন, কোভিড টেস্ট ছাড়াই ঘুড়ে আসতে পারবেন। কোভিড-১৯ মহামারির কারনে পুরো বিশ্বের পর্যটন শিল্প স্থবির হয়ে পড়েছে। তবে এর মধ্যেই ধীরে ধীরে কিছু দেশ আছে যারা তাদের পর্যটনকে পুরোপুরি ভাবে উন্মুক্ত করে দিয়েছে আজ জানাবো এমনই কিছু দেশের কথা। ধীরে ধীরে এই দেশগুলোর তালিকা আমরা আপডেট করবো।
১. আলবেনিয়া (বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে)
২. ডোমিনিকান রিপাবলিক (বাংলাদেশীদের ৬ মাস কোন ভিসা লাগবে না)
৩. কোস্টারিকা (বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে)
৪. মেক্সিকো (বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে)
৫. মন্টেনিগ্রো (বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে)
৬. নর্থ ম্যাকাডোনিয়া (বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে)
৭. তানজানিয়া (বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে)
এই ৭ টি দেশে আপনার কোন প্রকার কোয়ারেন্টাইন বা কোভিড টেস্ট ছাড়াই যেতে পারবেন ভ্রমনের জন্য।