২৬ শে মার্চ ২০২১ থেকে বরিশাল থেকে ঢাকা রূটে ফ্লাইট বাংলাদেশ বিমানের নতুন ড্যাশ এইট কিউ-৪০০ প্লেনের। সপ্তাহে সাত দিনই ফ্লাইট থাকছে। এখন থেকে বরিশাল থেকে আপনি বৃহষ্পতিবার বিকেলে এবং এছাড়া অণ্য যে কোন নি সকালেই বরিশাল থেকে ঢাকা আসতে পারবেন।
অত্যাধুনিক সুযোগ সুবিদা সম্পন্ন সম্পর্নর্ নতুন এই বিমান যাত্রীদের বিমান ভ্রমন আরও বেশী স্বাচ্ছন্দের হবে বলে বিমানের দাবী। যাত্রীদের প্রাপ্যতা বিবেচনায় প্লেন চলাচলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় এবং বরিশাল থেকে ঢাকা বিকেল ৪টা ৪০ মিনিটে প্লেন উড্ডয়ন করবে। এছাড়া বাকি ছয় দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে।