থাইল্যান্ড ভ্রমন বিশ্ববাসীর জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। থাইল্যান্ড এর প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ও চা জাতীয় গনমাধ্যমে এক বক্তব্যে ঘোষনা করেন আমরা আর করোনা ভাইরাস চলে যাওয়ার জন্য অপেক্সা করবো না। দেশের অর্থনৈতিক ক্ষতিকে বিবেচনায় নিয়ে ভ্যাকসিনে নেওয়া সকল দেশের সকল ভ্রমন ইচ্ছুক দের জন্য থাইল্যান্ড পুরোপুরি উন্মুক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেন এই সময়ের মধ্যেই বিশ্ববাসীর জন্য আবারও আগের রূপে থাইল্যান্ড কে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হবো।
থাইল্যান্ড সারা বিশ্বের ভ্রমন গন্তব্যের তালিকায় থাকা জনপ্রিয় এক দেশ। কিন্তু করেনার কারনে থমকে আছে এই দেশের ব্য্যবসা বানিজ্য। দেশের অর্থনীতির একটা বড় অংশ আসে এই সেক্টর থেকে।