সোনারচর (Sonarchar) সমুদ্র সৈকত। সোনারচর সী বিচ (Sonarchar Sea Beach) বাংলাদেশের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আরেক সম্ভাবনাময় সমুদ্র সৈকত। গলাচিপা উপজেলা থেকে এর দুরত্ব প্রায় ৮০ কিলোমিটার। সোনারচর সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। সাগরের উত্তাল ঢেউ, জেলেদের মাছ ধরা, সৈকত জুড়ে লাল কাকড়ার বিচরন এই দ্বীপ কে করেছে অনন্য।
যোগাযোগ ব্যবস্তা খুব একটা নিরাপদ নাে হলেও ভ্রমন প্রেমী টুরিস্টরা জীবনের ঝুকি নিয়েই প্রায় প্রতিদিনই ঘুড়তে আসেন এই দ্বীপে। এই দ্বীপে বনভুরি পরিমান প্রায় ৫ হাজার একর। বিশাল এই বন ২০১১ সাল থেকে বন্যপ্রানীর অভয়ারন্য হিসেবে স্বীকৃত। মুলত ২০০৪ সালে জেগে ওঠে বিশাল এই চর।
চর এলাকায় সবসময় শীত কালে ভ্রমন করাটাই সবচেয়ে উপযুক্ত সময়। আর এই সব চরে গেলে অবশ্যই নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তবেই যাবেন।