সূর্যমূখী সমুদ্র সৈকত (Surjomukhi Sea Beach) (সূর্যমূখী সী বিচ)। নোয়াখালীর হাতিয়ায় গড়ে উঠা আগামীর কক্সবাজার। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরের তীর ঘেসে গড়ে উঠা অসাধারন এক সমুদ্র সৈকত। সূর্যমূখী সী বিচ বাংলাদেশের আগামী দিনের এক অপার সম্ভাবনাময় সৈকত হতে পারে নি:সন্দেহে। পিছনে বিশাল কেওড়া আর ঝাউয়ের বন আর সামনে সুবিশাল নীল সমুদ্র এই দুই মিলে এই স্থানটি যে কোন পর্যটককে কাছে টানতে বাধ্য।
এই স্থানটি নিয়ে তেমন একটা প্রচরনা নেই বিধায় এখনও এটি টুরিস্টদের কাছে পরিচিত হয়ে উঠেনি।
এখানে আসতে হলে প্রথমেই আপনাকে ঢাকা থেকে লঞ্চে করে হাতিয়া আসতে হবে। এর হাতিয়া থেকে অটো বা বাইকে করে এই সৈকতে চলে আসতে পারবেন।