সুয়েজ খাল। মানবসৃষ্ঠ পৃথিবীর অন্যতম সেরা এক বিস্ময়ের নাম। মিশরের সিনাই উপদ্বীপের মানুষের তৈরী কৃত্রিম এই খাল আজ বিশ্ব নৌ-বানিজ্যের ১০ শতাংশ মালামাল পাড়াপাড় হয় এই সুয়েজ খাল দিয়ে। এই সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর এই খালটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
ইউরোপ থেকে দক্ষিন এশিয়াতে পন্যপরিবহনের ক্ষেত্রে এই সুয়েজ খাল জলপথ হিসেবে ব্যবহার হয়। ফলে ইউরোপ থেকে আশা জাহাজগুলোকে পুৃরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না। অনেক বাধা বিপত্তি আর রাজনৈতিক সংগ্রামের পর মিশরের হাত থেকে দখল হাতচাড়া হয়ে যাওয়া সুয়েজ খাল পুনরায় মিশরের নিয়ন্ত্রনে আসে ১৯৫৬ সালে। ২৬ জুলাই ১৯৫৬ তে জাতীয়করণ করা হয়। এর বর্তমান দৈর্ঘ্য ১৯৩.৩ কি.মি।