সাকাহাফং ভ্রমন (Saka Hafong Tour) টিটিবি এর সাথে! বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়ালী সর্বোচ্চ চূড়া এই সাকাহাফং। এই চুড়ায় একা ভ্রমন করা মোটেই উচিত নয়। তাই টিটিবি এর সাথে সাকাহাফং ভ্রমন করতে চাইলে আজই আমাদের ফেসবুক ইভেন্ট এ যোগ দিন।
সাকা হাফং পাহাড় চূড়া সামিট
সাকা হাফং পর্বত (Saka Haphong) বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে মাথা উঁচু করে আছে, কেওক্রাডং বা তাজিংডং নয়। সাকা হাফং, মদক তং বা মোদক তুয়াং নামেও পরিচিত। প্রাচীন ম্যাপে একে লিখেছে মদক তং আবার কেউ বলে এটা হবে মদক ত্লং। স্থানীয় অধিবাসী মুরংরা একে বলে বর্ডার হুম। বোমরা একে বলে ত্ল্যাংময়, অনেক গাইডরাও এই নামেই বেশী বলে। ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থ, ভ্রমণ বাংলাদেশ, অ্যাডভেঞ্চার বিডিসহ বিভিন্ন অভিযাত্রীদের নেওয়া জিপিএস রিডিংয়ের মাধ্যমে জানা গেছে এখন সাকহাফংই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মাপজোকের হিসাব অনুসারে ১০৫০ মিটার বা ৩৪৪৫ ফুট।
★★★যা যা সামিট করা হবেঃ
১. সাকা হাফং
২. তাজিন ডং
৩. দৌ তং
৪. খুম ও ঝর্না বোনাস হিসাবে থাকবে।
★★★ট্রেকিং টাইপ: ব্যাগপ্যাকিং( খাবারের কষ্ট হবে, ট্রেকিং এর সময় খাবার পাওয়া যাবেনা, রাতে ও সকালে ভারী খাবার পাবেন)
★★★ট্রেকিং লেভেল: মোডারেট( মোটামুটি ভাল হাটার অভ্যাস থাকতে হবে, ট্রেকিং ট্যুরের অভিজ্ঞতা থাকতে হবে)★★★বিঃ দ্রঃ এটা সম্পুর্ন কঠিন ট্রেকিং ট্রিপ। থাকা, খাবারের কষ্ট হবে। যারা ট্রেকিং করতে পারেন না এবং পুর্বের অভিজ্ঞতা নেই তারা এই ট্যুর এড়িয়ে চলুন।
★★★** প্যাকেজে যা যা থাকছেঃ
১. ঢাকা/থেকে যাওয়া-আসা বাস ভাড়া
২. ৪/৫ দিনের – সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার
৩. যাবতীয় সকল ট্রান্সপোর্ট খরচ ( বান্দরবান টু থানচি লোকাল বাসে যাওয়া আসা)
৪. চা, শুকনা খাবার ও ফল
৫. গাইডের খরচ
৬. আদীবাসী পাড়াতে থাকার খরচ
** যা থাকছে নাঃ
যেকোন ধরনের ব্যক্তিগত খরচ
ঔষধ
হাইওয়েতে খাবার খরচ★যাত্রার তারিখ: ২৩ ডিসেম্বর ঢাকা থেকে রাত ১০ টার বাসে আমরা যাত্রা শুরু করবো।
★ফেরার তারিখ: ২৭ ডিসেম্বর রাতে খাবার শেষ করে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিবো।
★★★বাজেট: ৯,০০০(ঢাকা টু ঢাকা )
বুকিং এর শেষ তারিখ:
কনফার্ম করার নিয়মঃ
১. ৪০০০ টাকা বুকিং মানি জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। যা একদম অফেরতযোগ্য।
২. পুরোপুরি নিশ্চিত হয়ে কনফার্ম করবেন। মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়।
৩. বুকিং মানি সরাসরি হোস্টের কাছে বা বিকাশে জমা দেওয়া যাবে। বিকাশে টাকা প্রদানের ক্ষেত্রে ৪০০০+৮০ টাকা (বুকিং মানি অফেরতযোগ্য।)
বিকাশ নম্বরঃ
01747012863