La Riveria Resort And Park Purbachal (লা রিভারিয়া রিসোর্ট এন্ড পার্ক) সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? ভ্রমন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব নিয়ে। প্রিয় দর্শক, ভ্রমন টিভির মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় মাতৃভুমির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্য্য আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি। প্রিয় দর্শক হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই দেশ। আপনার ভ্রমন পিপাসু মনের চোখ দিয়ে দেখলে দেখবেন এই দেশে দেখার আছে অনেক কিছু। হয়তো তার খোজ আমরা জানিনা।
তাই ভ্রমন টিভির মাধ্যমে আমরা এক্সপ্লোর করবো অদেখা সব সৈৗন্দয্যর্। আর খুজে বের করবো রহস্যে ঘেরা অজানা সব ইতিহাস। তাই ভ্রমন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিচ্ছি আপনাদের কে নিরাশ করবো না। প্রতিনিয়ত চেস্টা করে যাবো ভালো থেকে আরোও ভালো কিছু আপনাদের উপহার দেয়ার।
যাক আর কথা বাড়াবো না ভ্রমন টিভির আজকের পবের্ আমাদের গন্তব্য ঢাকার খুবই কাছে অবস্থিত La Riveria Resort And Park Purbachal (লা রিভারিয়া রিসোর্ট এন্ড পার্ক) এই রিসোর্ট টি ঢাকা বাসীর জন্য হতে পারে যান্ত্রিক জীবন থেকে হাফ ছেড়ে বাচার কাছে নতুন এক গন্তব্য। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ এ শীতলক্ষ্যা নদীর তীর ঘেসে গড়ে উঠেছে দৃস্টিনন্দন এই রিসোর্ট। রিসোর্ট এর অবকাঠামো এর কারনে ইতমধ্যেই এই রিসোর্ট টি অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে।
ঢাকার পূর্বাচল কাঞ্ন ব্রীজ থেকেই এই রিসোর্ট এর নান্দনিক অবকাঠামো আপনার চোখে পড়বে।
শীতলক্ষ্যা নদীর তীরে রিসোর্ট এর খোলা বারান্দায় বসে এক কফিতে চুমুক দিতেই আপনার সব ক্লান্তি নিমিষেই দুর হয়ে যাবে। দখিনা বাতাস এর অপরূপ প্রকৃতি আপনারি ভালো লাগতে বাধ্য।
প্রথমেই চলুন জেনে নেই কিভাবে আসবেন এই রিসোর্ট এ, এই রিসোর্ট এ আসা খুবই সহজ। আপনি ঢাকার যে কোন স্থান থেকে কাঞ্চন ব্রীজ পার হয়ে মায়ার বাড়ী বাস স্ট্যান্ড নেমে একটি রিকশা নিয়েই চলে আসতে পারবেন এই রিসোর্ট এ।
এই রিসোর্ট এ এন্ট্রি ফি ১০০ টাকা।
এটি মূলত একাধারে রিসোর্ট/ রেস্টুরেন্ট এবং পার্ক হিসেবে গড়ে উঠেছে। রিসোর্টটি যেহেতু নতুন তাই এখানে অনেক প্রকল্পই বাস্তবায়ন এর অপেক্ষায়। রিসোর্ট এ লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ। যার মাত্র কয়েক বছর। এই গাছ গুলো বড় হয়ে গেলে রিসোর্টটিকে আরো বেশী আকষনীয় হয়ে উঠবে।
রিসোর্ট এ রয়েছে রাত্রী যাপনের জন্য বেশ কয়েকটি কটেজ যা বিভিন্ন প্যাকেজের আওতায় আপনি বুকিং দিতে পারবেন।
বর্তমানে এই রিসোর্ট এ ১০ থেকে ৫.৩০ টা ডে লং প্যাকেজ এর মূল্য= পার পারসন ২৫০০ টাকা যাতে আপনি পাবেন (কজেট+ফুড+সুইমিং পুল এর সুবিধা)
এছাড়াও চাইলে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা একটি প্যাকেজ নিতে পারেন যার মুল্য= জনপ্রতি ৩০০০ টাকা যাতে আপনি পাবেন (কজেট+ফুড+সুইমিং পুল+ বার বিকিউ সুবিধা)
আর যদি রাত ১০ টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্যাকেজ জনপ্রতি ৩৫০০ টাকাং উপরের সব সুবিদা পাবেন।
প্যাকেজ বুকিং ছাড়াও আপনি এই রিসোর্ট এন্ট্রি ফি দিয়ে ঘুড়ে বেড়াতে পারেন।
প্রিয় দর্শক এখ্ন কার রেস্টুরেন্ট এর খাবারের মান আমি ১০ এ ৭ দিব। আপনি কোন খাবার টা খেরেন আর মান কেমন তা কমেন্ট করে জানাতে পারেন।
আজ তাহলে এ পর্যন্তই আগামীতে অন্য কোন যায়গায় নতুন কোন দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে যাবো। যেস পর্যন্ত ভালো থাকুন সবাই। আর হ্যা, ইদানিং দেখছি স্বাস্থবিধি মেনে চলতে অনেকে অবহেলা করছেন। মনে রাখবেন কোবিড ১৯ বা করোনা ভাইরাস কিন্তু দেশ থেকে চলে যায়নি। আমাদের সচেতনতা কমে গেছে আর মানুষ কেয়ে পড়ে বাচার তাগিদে কাজে নেমেছে। আপনার নিরাপত্তা এখন তাই আপনার হাতে। মনে রাখবেন যার বিপদ সেই বোঝে তার কস্ট। তাই সাবধান। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
ভিডিও নিচে দেওয়া হলো