লালাখাল বা লালা খাল (Lalakhal) আসলে একটি নদী। বাংলাদেশ সীমানায় নদীটি বেশ সরূ বলে স্তানীয় একে লালা খাল নামকরন করেছেন। মুলত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা স্বচ্ছ নিল পানির নদী এই লালাখাল। পাহাড় আর সবুজের মাঝখানে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্তান এই নদীর। লালা খালের অধের্কটা পড়েছে বাংলাদেশ অংশে আর অধের্কটা পড়েছে ভারতের অংশে। যে কারনে এই খালটি টুরিস্টদের কাছে সবচেয়ে বেশী আর্কষনীয় তা হলো এর স্বচ্ছ নীল পানি। ওপর থেকে একেবারে নদীর তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায় এই নদীতে। মুলত পাথরে ফিল্টার হয়ে এই পানি এতটা পরিষ্কার হয়েছে। আর এই দৃশ্য বাংলাদেশে আর কোথাও দেখা যায়না। তাইতো এটি পর্যটকদের কাছে এতটা জনপ্রিয়।
স্বচ্ছ পানি দেখতে কোন সময়টাতে যাবেন লালাখাল?
লালখানের স্বচ্ছ পানি দেখতে হলে অবশ্যই আপনাকে নভেম্বর থেকে মার্চ মানের মধ্যে যেতে হবে। কেননা বর্ষকালে এই নদীর পানি ঘোলা থাকে। শীতকালের এই সময়টাতে আপনি নীল, সবুজ আর স্বচ্ছ পানি দেখতে পারবেন।
কিভাবে যাবেন লালাখাল: সিলেট শহর এর শিশুপার্ক এর সামনে থেকে লেগুনা অথবা জাফলংগামী বাসে চেপে নেমে যাবেন সাড়িঘাট। এরপর সাড়িঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে লালাখাল যেতে পারবেন।
লালখাল গেলে কোথায় থাকবেন: নর্দান রিসোর্ট নামে একটি রিসোর্ট আছে। এছাড়াও নাজিমঘর রিসোর্ট নামে আরও একটি রিসোর্ট আছে। আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে।
খরচ কেমন হবে: সাড়িঘাট থেকে নৌকাভাড়া ৮০০ থেকে ১৫০০ টাকা।