রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেট জেলার অণ্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। সিলেটে ঘুড়তে আশা প্রায় প্রত্যেকেরই ভ্রমন তালিকায় থাকে এই রাতারগুল। রাতারগুল মুলত বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং সেই সাথে এটি একটি বন্যপ্রানী অভায়ারন্য। এটি সরকার কৃর্তক সংরক্ষিত একটি এলাকা এবং খুব সাম্প্রতিক সময়ে এখানে প্রবেশের জন্য পর্যটন মন্ত্রনালয় থেকে টিকেটের ব্যবস্থা করা হয়েছে।
রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। রাতারগুলের উত্তরে গোয়াইন নদী দক্ষিনে বিশাল হাওর আর তার ঠিক মাঝ বরাবার প্রায় ৩৩২৫.৬১ একর এর মধ্যে ১৯৭৩ সালে ৫০৪ একর বন বণ্যপ্রানী অভয়ারন্য হিসেবে ঘোষনা করা হয়।
বিশাল এই বনে রয়েছে জলজ প্রায় ২৫ প্রজাতির গাছ। এখানে কিছু কিছু গাছ হাটু পর্যন্ত পানিতে ডুবে আছে আবার কিছু কিছু পুরোটাই ডুবে আছে পানির নিচে। বনের গভীরে এই রকম শত শত গাছ দেখতে দেখতে এক সময় মনে হবে আপনি বনের মধ্যে হারিয়ে যাচ্ছেন।
রাতারগুল সোয়াম্প ফরেস্ট কিভাবে যাবেন:
রাতারগুল আপনি ২ টি উপায়ে যেতে পারেন।
১. জাফলং থেকে: সিলেট জেলার জাফলং থেকে তামাবিল রোড দিয়েই আপনি চলে যেতে পারবেন গোয়াইনঘাট। গোয়াইনঘাট থেকে রাতারগুল বিট অফিসে আসতে একটা ট্রলার ভাড়া করতে হবে ভাড়া পড়বে আসা যাওয়া মিলে মোট ১০০০ থেকে ১৫০০ টাকা। আর সময় লাগবে প্রায় ২ ঘন্টা। বিট অফিস থেকে ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে আপনি ঘন্টা হিসেবে ঘুড়তে পারবেন এই রাতারগুল।
২. সিলেট এর আম্বরখানা খেকেও আপনি সরাসরি আসতে পারবেন এই রাতাগুলে। সেক্ষেত্রে সিএনজি নিয়ে সোজা চলে আসতে পারেন সাহেব বাজার হয়ে মোটরঘাট । তারপর মোটরঘাট থেকে সরাসরি ডিঙ্গি নৌকা নিয়ে বনে চলে আসতে পারবেন।