ভ্রমনের প্রয়োজনীয় জিনিসপত্র যা আপনাকে অবশ্যই সঙ্গে নিতে হবে এমন সব জিনিস পত্রের কতা জানতে পারবেন আজকের লেখায়। কোথাও ভ্রমনে যাওয়ার আগে যেখানে যাচ্ছেন সেই যায়গার পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করবে আপনি কি কি জিনিসপত্র নিবেন তবে ভ্রমনে যাওয়ার আগে কিছু কমন জিনিস আছে যা আপনি যেখানেই যান না কেন আপনার কাজে আসবে। চলুন জেনে নেই কি সেই জিনিসপত্রঃ
আপনার ব্যাগে সবগুলো জিনিস নিশ্চিত করতে এক একটি জিনিস পড়ুন আর সাথে সাথে ব্যাগে ঢুকিয়ে ফেলুন।
প্রসাধনী সামগ্রীঃ
লোশন, ক্রিম, সানস্ক্রিন লৌশন, বডি স্প্রে, টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, লিপজেল, ওয়েট টিস্যু, পুরুষরা যাঁরা নিয়মিত সেভ করেন, তাঁরা রেজর এবং ফোম অবশ্যই নিবেন। নারীরা মেকআপ এর প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই নিবেন।
ইলেকট্রনিক্স ও গেটজেটঃ
মোবাইল, মোবাইলের চার্জার, ল্যাপটপ, ল্যাপটপের চার্জার, হেডফোন, ব্লুটুথ হেডসেট, চার্জার ক্যাবল, ক্যামেরা, ক্যামেরার অতিরিক্ত ব্যাটারী, ক্যামেরার ট্রাইপড, ট্রাইপডের ক্যাপ/বল হেড, গিম্বল, টর্চ লাইট, ছোট মাল্টিপ্লাগ, ৩ পিন টু ২ পিন কনভার্টার, মেমোরি কার্ড, একট্রা মেমোরী কার্ড.
পরিধেয় জিনিসপত্রঃ
ক্যাপ/হ্যাট, ছোট ছাতা, রুমাল, সানগ্লাস, স্যান্ডেল, আন্ডার গামের্ন্ট, নাইটি (নারীদের জন্য), লুঙ্গি বা ট্রাউজার (পুরূষদের জন্য), সেই সাথে যে কয়দিন থাকবেন সেই হিসাব করে পরিধেয় জামা কাপর নিবেন, যদি ছবি তোলা আপনার প্রিয় হয় তবে যে জায়গায় যাবেন সেই যায়গার সাথে ম্যাচ হয় এমন কিছু কালারফুল ড্রেস ও নিবেন।
স্বাস্থসংক্রান্ত ঔষধপত্রঃ
যেখানেই যান ভ্রমনে গেলে সঙ্গে কিছু প্রয়োজনীয় ঔষধ অবশ্যই রাখবেন। যেমন: প্যরাসিটামল, ওরস্যালাইন, বমির ঔষধ, গ্যাসটিকের ঔষধ, ঠান্ডা ও কাশি জনিত ঔষধ ইত্যাদি। এছাড়া তুলা, কটন বার্ড, ডেটল বা স্যাভলন, পভিসন ইত্যাদি নিতে পারেন।