ভোলাগঞ্জ সাদা পাথর (Bholaganj Sada Pathor)। সিলেট জেলার অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট এই ভোলাগঞ্জ সাদা পাথর। এটি সিলেট জেলার ভারত বাংলাদেশ সীমান্তবতীর্ কোম্পানীগঞ্জ উপজেলার একটি পর্যটন স্পট। ভোলাগঞ্জ এখন এতটাই জনপ্রিয় যে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এই জায়গাটিতে। ভারতের মেঘােলয়ের আকাশচুম্বী পাহাড়, আর মেঘালয় থেকে বয়ে আসা স্বচ্ছ ধলাই নদীর পানি সেই সাথে নদীতে মিশে থাকা ছোট বড় অসংখ্য পাথর এই জায়গাটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহু গুনে।
কিভাবে যাবেন: সিলেট শহর থেকে বাস, সিএনজি অথবা প্রাইভেটকার এ করে সহজেই ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এ আসতে পারবেন।
কোথায় থাকবেন: ভোলাগঞ্জে থাকার মত তেমন কোন হোটেল নেই। মুলত এখানে গিয়ে সবাই সন্ধ্যার মধ্যেই সিলেট শহরে আসতে পাড়ে। তবে যদি কোন কারনে আপনাকে থাকতেই হয় তাহলে আপনি কোম্পানীগঞ্জ এসে থাকতে পারেন।
কি খাবেন: ভোলাগঞ্জ সাদা পাথর ১০ নং ঘাটে আপনি শুকনা খাবার অথবা লোকাল ভাতের হোটেল পাবেন। তবে তা হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে। তাই আগে থেকে খাবারের ব্যবস্থা নিয়ে আসবেন।