ভিসা ছাড়া রাশিয়া ভ্রমন করার এখনই সুযোগ। ২০২১ সালে এমন সুযোগ করে দিয়েছে রাশিয়া সরকার। Russia UEFA 2021 Football Tournament উপলক্ষে জুন থেকে জুলাই এর ভিতরে খেলা চলাকালীন সময়ে ফুটবল টুর্নামেন্টের টিকেট ক্রয়ের মাধ্যমে এবং অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি ফ্যান আইডি সংগ্রহ করে যে কেউ যেতে পারবেন রাশিয়া। এটি যারা ভ্রমন করতে পছন্দ করেন তাদের জন্য একাট সুবর্ন সুযোগ।
ফ্যান আইডি রেজিস্ট্রেশন (Fan ID Registration Russia) করতে ভিজিট করূন এই লিংকে: https://www.fan-id.ru/
রাশিয়া ভ্রমনে আপনার ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মত খরচ হতে পারে। সবকিছু নিজে করতে পারলে এবং ভ্রমনের মাসখানেক আগে করতে পারলে অনেক খরচ কমে আসবে।