ভারতের মেডিকেল ভিসা (Indian Medical Visa) করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন তা নিচে দেওয়া হলো। মুলত যারা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যেতে চান তাদেরকে এই ভিসা নিতে হবে। বর্তমানে করোনা পরিস্থিতির কারনে শুধুমাত্র টুরিস্ট ভিসা ছাড়া বাকি সকল ভিসার জন্য আপনি ভারতে যেতে পারবেন।
১. পাসপোর্ট: ভিসার আবেদন জমা প্রদানের দিন থেকে আপনার পাসপোর্টটিতে কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে। এবং অবশ্যই পাসপোর্ট এ দুইটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
২. আপনার যদি পুরোনো কোন পাসপোর্ট থাকে তা অবশ্যই জমা দিতে হবে ভিসা আবেদনের সাথে।
৩. সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত ২*২ সাইজের একটি রঙ্গীন ছবি জমা দতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ জমা প্রদান করতে হবে।
৫. আপনার প্রুফ অফ রেসিডেন্সী প্রমানের জন্য বিদ্যুৎ বিলের কপি/ গ্যাস বিলের কপি/ টেলিফোন বিলের কপি জমা প্রদান করতে হবে।
৬. প্রত্যেক আবেদনকারীকে কমপক্ষে ১৫০ ডলার যে কোন রেজিস্টার্ড ব্যাংক থেকে এনডোর্স করাতে হবে। এবং এনডোর্সমেন্টটি আবেদনের তারিখ থেকে ৩ মাসের বেশী পুরোনা হওয়া যাবেনা। অথবা ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ২০০০০ বিশ হাজার টাকা ব্যালেন্স থাকলে ভালো) অথবা ইন্টারন্যঅশনাল ক্রেডিট কার্ড সমপরিমান লিমিট বা তার বেশী।
৭. পেশার প্রমান স্বরূপ যে ডকুমেন্টস প্রয়োজন:
সরকারী চাকুরীজীবী হলে: সরকারী আদেশ এর কপি।
বেসরকারী চাকুরীজীবী হলে: প্রতিষ্ঠানের (এনওসি) বা নো অবজেকশন সাটির্ফিকেট।
ব্যবসায়ী হলে: ট্রেড লাইসেন্স
ছাত্র হলে: শিক্ষা প্রতিষ্ঠানের আইড কার্ড
অবসরপ্রাপ্ত হলে: অবসরের কাগজ
পেশাজীবী হলে: যেমন ডাক্তার/ ইন্জনিয়ার/আইনজীবী: পেশাজীবী সংগঠন থেকে সদস্য সাটির্ফিকেট
৮. আপনার রোগ সংক্রান্ত বাংলাদেশী ডাক্তারের প্রেসক্রিপশন অথবা প্রত্যয়নপত্র।
৯. ভারতের কোন হাসপাতালের বৈধ এপয়েনন্টমেন্ট লেটার
১০. নাবালকি সন্তান হলে অবশ্যই পেতা মাতাকে মেডিকেল এটনডেন্ট হিসেবে মেডিকেল ভিসা নিতে হবে।
১১. কিডনী, লিভার ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রতিস্তাপন এর ক্ষেত্রে আইন ও পররাস্ট্র মন্ত্রনালয় থেকে ছাড়পত্র নিতে হবে।