বৃষ্টির দিনে বান্দরবান ভ্রমন এর পূর্বে কি কি সর্তকতা নেওয়া প্রয়োজন তা আজকে আলোচনা করবো। বান্দরবান বাংলাদেশের পাহাড় আর পাহাড়ী উপজাতীয়দের বৈচিত্রে ঘেড়া এক বিস্ময়কর জেলার নাম। শীতকালে সাধারনত প্রচুর টুরিস্ট আসে এই জেলাতে। তবে ইদানিং বর্ষাকালেও এই জেলায় গুড়তে আসা টুরিস্ট সংখ্যা কম নয়। বান্দরবান এর গহীনে লুকিয়ে তাকা পাহাড়ী ঝিড়ি আর ঝর্না দেখতে প্রতিদিনই এই সময়টাতে দর্শনার্থীদের ভির লেগেই থাকে।
বর্ষাকালে পাহাড়ের কাদা মাখা আর পাতুরে উচু নিচু রাস্তায় কুব সাবদানে পা চালাতে হয়। এখানে বেখায়ারী হওয়ার কোন সুযোগ নেই। একটু এদিক সেদিক হলেই নির্ঘাত মৃত্যু।
তাই বান্দরবান এই বর্ষার সীজনে বেড়াতে আসলে অবশ্যই নিচের বিষয়গুলো মাথায় রাখবেন।
১. ভালো গ্রীপ আছে এমন স্লীপার বা বুট জুতো নিবেন।
২. হাত যতটা সম্ভব ফ্রি রাখার চেস্টা করবেন এবং প্রতিটা পদক্ষেপে কিছু না কিছু ধরে চলার চেস্টার করবেন।
৩. বৃস্টিতে ভিজে পাহাড়ী রাস্তা যেমন ভয়ঙ্কর হয়। তেমন পিচ্ছিল রাস্তার কারনে পা পিছলে কয়েক হাজার ফিট নিচে পড়ে যাবার সম্বাবনাও কিন্তু প্রবল।
৪. প্রয়োজনয়ী জিনিসপত্র যাতে না ভিজে সেজন্য অবশ্যই সঙ্গে কিছু বড় সাইজের পলিথিন রাখবেন।
৫. হাত পা কাটা গেলে যাতে তাৎক্ষনিক ফাস্ট এইড নিতে পারেন সেজন্য (ডেটল+পেরাসিটামল+ ব্যান্ডেজ+ মলম+পভিসন+ নেবানল পাউডার) ইত্যাদি সঙ্গে রাখবেন।