বিরিশিরি (Birishiri) নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম।। ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাই স্কুল, সরকারী কালচারাল একাডেমী, সোমেশ্বরী নদী, সাগর দিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে রয়েছে যথেষ্ট সুনাম। স্থানিয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী। এছাড়াও বিড়িশিরির বিজয়পুরে রয়েছে চীনা মাটির পাহাড় ও নীল পানির হ্রদ। সমেশ্বরী নদী থেকে এ নীল হ্রেদের উৎপত্তি। সমেশ্বরী নদী বর্তমানে কয়লার খনি হিসেবে বেশি পরিচিত। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসেছে এই সোমেশ্বরী নদী যার আদি নাম ছিলো ‘সমসাঙ্গ’।
অপরূপ শান্ত বিরিশিরিতে দেখার আছে অনেক কিছু। চীনা মাটির পাহাড়, নীল জলের হ্রদ, সোমেশ্বরী নদী , পুরাকীর্তি নিদর্শন মঠগড় ইত্যাদি রয়েছে বিরিশিরি। সোমেশ্বর নদীর মিস্টি হাওয়া আর দূরে গারো পাহার আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বিরিশিরির ভরা যৌবনা রূপ দেখতে হরে আপনি আসবেন বর্ষায় কারন এ ঋতুতে সোমেশ্বরী নদী তার সম্পূর্ রূপ মেলে ধরে ।
কিভাবে যাবেন বিরিশিরি:
রাজধানী ঢাকা থেকে সড়ক ও রেল পথে যেতে পারবেন বিরিশিরি।