বাটারফ্লাই ক্যাফে কেরানীগঞ্জ (Butterfly Cafe Keraniganj) ইউরোপিয় ডিজাইনের আদলে তৈরী একটি রেস্টুরেন্ট। ঢাকার কাছেই কেরানীগঞ্জ এলাকায় এর অবস্থান। চারপাশে গ্রামীন পরিবেশ সেই সাথে ভোজন সত্যিই আপনার ভাল লাগবে।
বাটারফ্লাই ক্যাফেটি কেরানীগঞ্জের রোহিতপুর বাজারের কাছে একটি রেস্টুরেন্ট। ইউরোপিয় ডিজাইনের আদলে তৈরী এ রেস্টুরেন্টে চাইনিজ এবং দেশী সব ধরনেরই খাবার পাওয়া যাবে। চারদিকে গ্রামীন পরিবেশ তার মাঝে এমন সুন্দর ছিমছাম সাজানো গোছানো রেস্টুরেন্ট সত্যিই মনোমুগ্ধকর। বসার জন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো বেশ সৌখিন। কাঠ আর বাশের সমন্বয়ে তৈরী ছোট ছোট ঘর। সেখানেই মুলত খাবার পরিবেশন করা হয়। এছাড়াও দোতালা একটি ঘর রয়েছে চাইলে সেখানে বসেও খাবার খাওয়া যেতে পারে। চরপাশে গাছ গাছালি থাকার কারনে জায়গাটা বেশ আলো বাতাস পূর্ন।
বাটারফ্লাই কেফে তে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। পুরো একদিনের প্লান করতে পারেন।
ঠিকানা
রোহিতপুর বাজার পার হয়ে নতুন সোনাকান্দা কাঠ বাগান রোড, কেরাণীগন্জ ঢাকা-১৩১০