পর্তূগালে কোন কাজের চাহিদা বেশী। পর্তুগাল আসার আগে কোন কাজগুলো অবশ্যই শিখে আসবেন।এবং কোথায় শিখবেন। Portugal Immigration-Episode-03
প্রিয় দর্শক আজকের বিডিওটি খুবই গুরূত্বপূর্ন একটি আপনাদের জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন।
পর্তূগালে আসার পর আপনার ৩য় যে কাজ সেটি হলো জব ম্যানেজ করা। কারন এই জবই আপনাকে পর্তুগালে স্তায়ী বাসিন্দা করতে সবচাইতে দ্রুত সহযোগীতা করবে। কিভাবে আপনি একটি জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারবেন আর জব পাওয়ার জন্য কোন কাজ আপনার শিখে যাওয়া উচিত তা নিয়েই আমাদের আজকের ভিডি।
দেখুন সর্বপ্রথম আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন পর্তূগালে প্রকৃত অর্থে সেই শিক্ষাগত যোগ্যতা প্রথম অবস্তায় আপনার তেমন কোন কাজেই আসবে না। তাই জব পাওয়ার ক্ষেত্রে আপনার প্রতম ও প্রদান যোগ্যতা হবে আপনি কি কাজ জানেন সেটা। অর্থাৎ এই দেশে আসলে আপনার টেকনিক্যোল নলেজ ও অভিজ্ঞতাই আপনাকে অনেক দুর নিয়ে যাবে। তাই যারা কাজ না শিখে সারাক্ষন শুধু কিভাবে আসকেন সেই চিন্তা করেন তাহলে আপনি খুব বেশী দুর এগোতে পারবেন না।
তাই এই জব পাওয়ার প্রক্রিয়াটিকে আমি কয়েকটি পর্বে বিভক্ত করবো।
আজকে ১ম পর্বে আমি আপনাদের জানাবো পর্তুগালে কোন কোন কাজের চাহিদা রয়েছে এবং একজন এশিয়ান হিসেবে আপনি কোন ধনরে কাজগুলো পেতে পারেন। এটা এজন্যই বলছি সব ধরনের জবে আপনার যোগ্যতা থাকলেও আপনি যতদিন না সেই দেশের রেসিডেন্ট কার্ডধারী হবেন। আপনাকে সব জবে কোম্পানীগুলো নিয়োগ করবে না। বেশীরভাগ কোম্পানীতে উচ্চ পদে বা ভালো পজিশন গুলোতে এশিয়ানদেরকে নেওয়া হয়না।
এর বেশ কিছু কারন ও রয়েছে
যেমন: ১. বাংলাদেশ/ ইন্ডিয়া/ আফ্রিকান/ মিডিল উস্ট এই সব দেশের লোকদের কে তারা বিশ্বাস করতে সময় নেয়।
২. গুরুত্বপূর্ন কারন এই সব দেশের বেশীরভা্গই না পারে পর্তুগীজ না পারে প্রপার ইংরেজী ফলে উচ্চ পদে তারা ইংরেজীতে দক্ষদেরকে বেশী গুরূত্ব প্রদান করে।
৩. কারন হলো যতদিন না টিআরসি বা রেসিডেন্ট কার্ড হচ্ছে আপনাকে ভালো কোম্পানী নিবেনা।
এটাই হচ্ছে বাস্তবতা।
তাহলে কোন ধরনের কাজে আপনি নিজেকে প্রস্তত করবেন এবং কিভাবে করবেন?
১. রেস্টুরেন্ট এর সেফ+ ওয়েটার সার্ভিস+ কিচেন এসিস্ট্যান্ট
২. অটোমোবাইল (গাড়ির যাবতীয় কাজ যেমন ডেন্টিং+ ভলকানাইজিং+ সার্ভিসিং)
৩. কনস্ট্রাকশন কাজ যেমন ( প্লাম্বিং+ পেইন্টিং+ ইলেকট্রিসিয়ান+ ম্যাসন+ ওয়েল্ডিং)
৪. ড্রাইভিং (হেভী ট্রাক ড্রাইভার+প্রাইভেট কার)
৫. গার্মেন্টস এর ক্ষেত্রে (সুইং মেশিন ওপারেটর+টেইলর+ কাটিং মাস্টার ইত্যাদি
৬. সি এন সি মেশিন ওপারেটর
উপরের কাজগুলোর মধ্যে যে কোন ২ টি কাজ আপনি অবশ্যই শিখে আসবেন। যতদিন পর্যন্ত আপনার এই কাজগুলো শেখা শেষ না হবে ততদিন আপনি আসবেন না।
আর এই কাজ শেখার পাশাপাশি ভাষাটাও যতটুকু পারবেন ইউটিউব দেখে দেখে ষশখার চেস্টা করবেন।
এবারে আসি কোথায় শিখবেন?
বাংলাদেশ ট্যাকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে শিখতে পারেন।
যেমন
বাংলাদেশ জার্মান
বাংলাদেশ কোরিয়া
মটস ট্রেনিং সেন্টার মিরপুর।
এই ট্রেনিং সেন্টার গুলো থেকে অবশ্যই কাজ শিখে আসবেন।
Hello sar madam I’m Najrul islam from Bangladesh Dhaka working Plumber and electrician. Portugal ?? working