পর্তুগাল ফিনান্স (Portugal Finance) পর্তুগাল এসে লিগ্যাল এন্ট্রির পর ১ম কাজ হলো আপনার এনআইএফ/ ট্যাক্স/ টিন/ ফিন্যান্স নম্বর ও সার্টিফিকেট সংগ্রহ করা। মূলত এনআইএফ/ ট্যাক্স/ টিন/ ফিন্যান্স নম্বর আসলে একই জিনিস।
সুপ্রিয় দর্শক, গত পর্বে আপনারা জেনেছেন পর্তুগাল এসে আপনারা লিগ্যাল এন্ট্রি কিভাবে করবেন। আর এই লিগ্যাল এন্ট্রি করার পর আপনার প্রথম এবং সর্ব প্রথম কাজ হলো ফিন্যান্স নম্বর সংগ্রহ করা।
তো চলুন জেনে নেই এই ফিন্যান্স ন্বর আসলে কি?
ফিন্যান্স নম্বর হলো পর্তগাল এর ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর। আমাদের বাংলাদেশে যেমন টিন সার্টিফিকেটে টিন নম্বর থাকে। ঠিক তেমনি পর্তুগাল এর কোন ব্যাক্তির ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিন নম্বর কে
এনআইএফ নম্বর/ (Número de Identificação Fiscal মানে Tax Identification Number) টিন নম্বর/ বা ফিন্যান্স নম্বর বলা হয়। এটি ৯ ডিজিটের এমন একটি ইউনিক নম্বর যা পর্তুগালে রেসিডেন্ট বা নন রেসিডেন্ট সকলের জন্য প্রযোজ্য।
কিন্তু লোকমুখে এই টিন নম্বর কে ফিন্যান্স নম্বর বলা হয়। এবং টিন সার্টিফিকেট এর মধ্যেআ আপনি এই টিন নম্বর বা ফিন্যান্স নম্বর পাবেন।
তো এবারে চলুন জেনে নেই কেন আপনার ফিন্যান্স নম্বর প্রয়োজন:
পর্তূগালে এসে আপনার
১. ব্যাংক একাউন্ট খুলতে
২. জুনতা সার্টিফিকেট করতে
৩. কোন জমি বা প্রপার্টি কিনতে
৪. কোন ব্যবসা বা চাকুরী থেকে অর্থ গ্রহন করলে
অর্থাৎ আমাদের দেশে যেমন আমরা কোন আয় করলে সেই আয়ের হিসাব প্রদানের জন্য টিন নম্বর এবং টিন সার্টিফিকেট সংগ্রহ করি ঠিক তেমনি ভাবে পর্তগালে আপনার সকল আয় ব্যায়ের হিসাব পর্তুগাল সরকারকে প্রদানের জন্য আপনাকে এই ফিন্যান্স নম্বর সংগ্রহ করতে হবে।
ফিন্যান্স সার্টিফিকেট করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন?
১. বৈধ পাসপোর্ট
২. ভিসার কপি
৩. এয়ারটিকেট
৪. বোর্ডি পাস
৫. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (যেটা বাংলাদেশ থেকে নিয়ে গেছেন সেটা)
৬. লিগ্যাল এন্ট্রি করার কাগজ
৭. পর্তুগালে পারমানেন্ট কার্ড হোল্ডার বা সিটিজেন আছে এমন ব্যাক্তি যাকে (Tax Representative) বলা হয় এমন ১ জনের পারমানেন্ট কার্ড এর কপি + এড্রেস লাগবে।
কোথায় করবেন কিভাবে করবেন?
উপরের সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে সরসরি ফিন্যান্স অফিসে যেতে হবে।
ফিন্যান্স নম্বর করার পর আপনার ৩য় যে ডকুমেন্টসটি তৈরী করতে হবে। সেটি হলো জুনতা সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট। তো আপনি কিখাবে এই জুনতা সার্টিফিকেট করবেন সেটি আমরা আগামী পর্বে দেখবো।