দুবাই তে নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই ঘোষনা করছে সে দেশের সরকার। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের নেতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, যোগ্যদের মধ্যে বিনিয়োগকারী, মেধাবী, চিকিৎসক, প্রকৌশলী এবং শিল্পীরা আওতাভুক্ত হবেন। প্রথম বারের মত এই সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত সরকার। অতীতে এমন কোন সিদ্ধান্ত নেয় নি দুবাই। যদিও দুবাইয়ে স্থানীয় জনগোষ্ঠী থেকে প্রবাসীরাই বেশী বাস করে দুবাইয়ে। বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তানী এবং বাংলাদেশীদের সংখ্যাই বেশী। এছাড়াও আফ্রিকা, মিশর এসব অঞ্চলের নাগরিক ও রয়েছে দুবাইয়ে।
দুবাইয়ে নগরিকত্ব সিদ্ধন্ত নেওয়া হয় ২০২১ সালের শুরুর দিকে। করোনা মহামারীর প্রভাবে অনেক প্রবাসীরা দুবাই ছেড়েছে। তাছাড়া তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক মন্দায় পড়তে পারে দুবাই। এ আশঙ্কা থেকেই এ সিদ্ধন্ত নিয়েছে দুবাই সরকার।
দুবাইয়ে নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়ম নেই, বরং সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবার বা কর্মকর্তারাই মনোনীত করবেন যে তারা কাদের নাগরিকত্ব দেবেন। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবেন যে এই মনোনীত ব্যক্তিদের নাগরিকত্বের সুযোগ দেয়া হবে কি না। নাগরিত্বের ক্ষেত্রে যারা নাগরিত্ব পাবেন তারা এবং তাদের পরিবার দ্বৈত জাতীয়তা রাখতে পারবে। তবে কোন নিম্ন-আয়ের শ্রমিকদের এই নাগরিকত্বের মনোনয়নের সম্ভাবনা কম।
আমি দুবাই নাগরিক হতে চাই
আমি দুবাই তে নাগরিক হতে চাই স্বর্ণগ্রাম