দখিনা হাওয়া সী-বিচ (Dakhina Haowa Sea Beach) ভোলা জেলার মনপুরা দ্বীপে গড়ে উঠা অসাধারন এক সমুদ্র সৈকত। দখিনা হাওয়া সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারের চেয়ে কোন অংশেই কম নয়। এই দ্বীপের একদিকে বিশাল কেওড়া আর ঝাউবন আর অন্যদিকে সুবিশাল বঙ্গোপসাগর। সেই সাথে আাছে বন্যপ্রানী অভয়ারন্য সব মিলে এই জায়গায় যদি টুরিস্টদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় তবে এটি হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র। আর এইভাবে আমরা আমাদের পর্যটন কে যত বেশী সমৃদ্ধ করতে পারবো আমাদের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের বাড়তি চাপ তত বেশী কমবে।
ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিন চর সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরে মেঘনা আর বঙ্গোপসাগরেরর অববাহিকায় বছরের পর বছর পলি জমে গড়ে উঠেছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে স্থানীয়দের কাছে। তবে এই সৈকত নিয়ে খুব একটা প্রচারনা নেই দেখে অনেকেই এই সৈকত সম্পর্কে কিছুই জানেননা।