থাইল্যান্ড সাড়া পৃথিবীর পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ভ্রমন গন্তব্যের নাম। করোনা মহামারীর কারনে সাড়া পৃথিবীর পর্যটন ব্যবস্থা যেখানে স্থবির। সেখানে বারবারই পর্যটন নির্ভর থাইল্যান্ড নানা পদক্ষেপ এর মাধমে টুরিস্টদের কে ভ্রমন এর সুযোগ করে দিচ্ছে।
তবে বর্তমান যে ভ্রমন নীতি রয়েছে তাতে একজন সাধারন মানুষের পক্ষে থাইল্যান্ড ভ্রমন বেশ ব্যয়বহুল হয়ে পরে। বর্তমান নিয়ম অনুযায়ী ভ্রমনে আসা সকল টুরিস্টকে ১৪ দিনের কোয়ারেনটাইন এ থাকতে হবে। যা অতন্ত্য ব্যায়বহুল।
তাই আজ থাইল্যান্ড এর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কোভিড ভ্যাকসিন নেওয়া টুরিস্টদেরকে এখন থেকে ১৪ দিনের পরিবর্তে ৭ দিন কোয়ারেনটিনে থাকতে হবে। তবে খুব শীঘ্রই ভ্যাকসিন নেওয়া টুরিস্ট দেরকে কোন প্রকার কোয়রেনটাইন ছা্ড়াই থাইল্যান্ড ভ্রমনের সুযোগ দেওয়া হবে। তবে তা এখনই নয়।
এছাড়াও এই ৭ দিনের মধ্যে প্রথম ৩দিন পর্যটকদের হোটেল রূমেই থাকতে হবে। এবং
থাইল্যান্ড সরকার কর্তৃক করোনা টেস্ট এর রিপোর্ট হাতে পাওয়ার পর টুরিস্টরা হোটেলের সকল অংশে চলাচল করতে পারবেন।