বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমন গন্তব্য এর মধ্যে থাইল্যান্ড অন্যতম। থাইল্যান্ড টুরিস্ট ভিসা বর্তমানে চালু থাকলেও কোয়ারেনটাইন এর শর্ত প্রায় ৯০% টুরিস্টকেই নিরূৎসাহিত করছে থাইল্যান্ড ভ্রমনে। টানা ৭ দিন কোয়ারেনটাইন থাকার পর ভ্রমন করতে পারবে পর্যটকরা এখন কার নিয়ম অনুযায়ী। যার ফলে থাইল্যান্ড ভ্রমন এখন হয়ে পড়েছে অনেক ব্যায়বহুল। পর্যটন নির্ভর থাইল্যান্ড বরবরই চেস্টা করে যাচ্ছে কোভিড-১৯ এর ধকল সামলে টুরিস্টদেরকে স্বাগত জানাতে। আর তাই প্রায় ৭০% থাই জনগনের ভ্যাকসিন গ্রহন নিশ্চিত হলেই জুলাই থেকে কোয়ারেনটাইন ছাড়াই থাইল্যান্ড এর জনপ্রিয় পর্যটন স্পট গুলোতে পর্যটকরা যেতে পারবেন।
ভ্রমন পিপাসু সকলের জন্যই এটা একটা বড় খবর। থাইল্যান্ড সরকার বর্তমানে ৭ দিনের যে কোয়ারেনটাইন আছে সেটাকে ইতিমধ্যেই অনেকটা সহজ করে দিয়েছে। নেই তেমন কড়াকড়ি। আশা করা যায় জুলাই থেকে থাইল্যান্ড ফিরবে তার নতুন রূপে।