প্রিয় দর্শক কেমন আছেন সবাই। আপনার দেখছেন রোমাঞ্চকর তাজিংডং অভিযান সিরিজের ২য় পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে থানচি পর্যন্ত কিভাবে এলাম সেই ভিডিওটি। আজকের পর্বে আপনারা দেখবেন, থানচি থেকে বান্দরবান এর গহীন অরন্যে লুকিয়ে থাকা এক সভ্যতায় পোৗছানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা। হ্যা, প্রিয় দর্শক বলছি বান্দরবান জেলার থানচি উপজেলার পাহাড়ী মুড়ং উপজাতীদের গড়ে তোলা র্বোডিং পাড়ার কথা।
তাজিংডং অভিযান সিরিজে থানচি থেকেই মুলত আমাদের ট্রেকিং বা পায়ে চলতে হবে। কেননা থানচির পরে বর্তমানে টুরিস্ট দের জন্য পায়ে হেটে তাজিংডং ভ্রমন ছাড়া আর কোন বিকল্প নেই। থানচি খেকে সম্প্রতি সেনাবাহিনী রাস্তা নির্মানের কাজ করছে তাই সেই পথে কোন টুরিস্ট যাওয়ার অনুমতি নেই। তাই আমাদেরকে এই পুরো পথ পায়ে হেটেই চলতে হবে অজানা অদেখা গহীন অরন্যের মধ্য দিয়ে।
থানচি বান্দরবান উপজেলার সবচেয়ে বড় উপজেলা। যার আয়তন প্রায় ১০৮২ বর্গ কিলোমিটার। উপজেলার উত্তরে রুমা ও বিলাইছড়ি উপজেলা, পূর্ব ও দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের আরাকান রাজ্য এবং আকাইব জেলা, পূর্বে রুমা ও রোয়াংছড়ি উপেজলা,পশ্চিমে লামা ও আলীকদম উপজেলা অবস্থিত।
রোমাঞ্চকর এই তাজিংডং অভিযান এর ভিডিও নিচে দেওয়া হলো।