ঠিকানা (Thikana) আসলে কোন রিসোর্ট নয়। এটি শুধুমাত্র একটি রেস্টুরেন্ট। ঠিকানা রেস্টুরেন্ট এর অফিসিয়িাল নাম ঠিকানা ডে আউটারস (Thikana Day Outers) নামে। ঢাকার মাদানী সড়ক এর শেষ প্রান্তে বেরাইদ নামক এলাকায় এই রেস্টুরেন্ট টির অবস্থান। বর্তমান সময়ে এই রেস্টুরেন্ট এর নান্দনিক ডিজাইন ও হাজারো ফুলের সাজসজ্জা আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ঢাকাবাসীর। বলা যায় ঢাকা শহরে কিছু দিন পরপরই কোন না কোন বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা ক্রেজ তৈরী হয়। আর ক্ষনিকের জন্য হলেও ঢাকাবাসীর এখনকার হটস্পট হয়ে গেছে এই ঠিকানা রেস্টুরেন্ট।
দেখতে সুন্দর হলেও এই রেস্টুরেন্ট এর স্বাদ নিতে হলে আপনার পকেটকে একটু ভারী না করে যাওয়টা উচিত হবেনা। বিশেষ করে বেশীরভাগ মধ্যবিত্তেরই সাধ্যের বাইরে এখানকার প্রতিটি খাবারের দাম। মানে একবেলা খেতে আপনাকে কম করে হলেও জনপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা বাজেট রাখতে হবে। যা একটু না বরং অনেকটাই বেশী।
ঠিকানা রেস্টুরেন্ট (Thikana Restaurant) প্রবেশ ফি: এখানকার প্রবেশ মূল্য ২০০ টাকা। তবে ভিতরে যদি খাবার খান তাহলে এই টাকা তারা খাবারের সাথে এডজাস্ট করে নিবে।
খাবারের দাম কেমন?
সর্বনিম্ন সেট মেনুর দাম ৬৫০ টাকা সাথে ভ্যাট যোগ হবে মানে ৭৫০ টাকা!। আর এই সর্বনিম্ন সেট মেনুতে যা থাকছে তা হলো ভুনা খিচুড়ি+ বিফ ভুনা+ অমলেট+ বেগুন ভাজা+ আচার+ সালাদ+ ওয়াটার।
আশেপাশের পরিবেশ: নদীর তীরবতীর্ হওয়ায় আশপাশটা খোলামেলা তবে তীব্র মশার যন্ত্রনায় আপনি অতিষ্ঠ হতে বাধ্য। আর সেই সাথে হুজুগে বাঙ্গালীর অতিরিক্ত চাপ তো আছেই।
এখানে ঘুড়তে যাওয়া বেশীরভাগ টুরিস্টদের রিভিউ নেগেটিভ। তাদের মতে ফুল সাজিয়ে ক্রেজ তৈরী করে অতিমাত্রায় খাবারের দাম বাড়িয়ে যে লোক ঠকানো ব্যবসা এড়া শুরু করেছে এদেরকে দ্রুত বয়কট করা উচিত। যদি যানই তবে শুধুমাত্র টিকেট কেটে ঘুড়ে আসতে পারেন। ফেসবুক ইউটিউবে এদের বিরুদ্ধে প্রচুর নেগেটিভ রিভিউ আছে সেগুলো দেখে যাবেন।