চেনাব ব্রীজ (Chenab Bridge) বা চেনাব সেতু পৃথিবীর ইতিহাসে নতুন এক ইতিহাস তৈরী হলো এই সেতু নির্মানের ফলে। ভারতের জম্মু কাশ্মীর প্রদেশ এর চেনাব নদীর উপরে এই সেতু তেরী করে ভারত আবারও তাদের অসাধারন ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও সক্ষমতার প্রমান দিলো। দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নানা ইঞ্জিনিয়ারিয় চ্যালেন্জকে জয় কে গতকাল ৫ এপ্রিল সোমবার ইন্জিনিয়ারিং প্রতিষ্ঠান শেষ করলো ধুনকের মত বাকানো মুল কাঠামো নিমার্ানের কাজ। এখন এই ধনুকের বিভিন্ন পয়েন্টে পিলার বসেয়ে ধনৃকের উপরিভাদে সমান্তরাল রেল পথ বসানোর কাজটি বাকি রয়েছে। এটি ভারতের জন্য স্বরনীয় একটি দিন। এই ব্রিজ নির্মানের ফলে ভারতের অন্যান্য প্রদেশের সাথে জম্মু কাশ্মীর এর দুরত্ব যেমন কমে আসবে তেমনি এই ব্রীজকে কেন্ত্র করে তৈরী হবে ভারতের নতুন এক পর্যটনের সম্বাবনা।
চেনাব নদীর তলদেশ থেকে এই সেতুর রেলপথের উচ্চতা হবে ৩৫৯ মিটার বা ১১৭৮ ফিট যা পৃথিবীর সবোর্চ্চ রেলপথের খেতাব সহজেই লাভ করেছে। মুল সেতুটি তৈরীতে খরচ হয়েছে প্রায় ১২৫০ কোটি রূপি।