চর নিজাম (Char Nizam) বা নতুন ঢাল চর (New Dhal Char) হতে পারে ভোলা জেলার সম্ভাবনাময় একটি দর্শনীয় স্থান। যদিও ইতিমধ্যেই সাড়া দেশ থেকে প্রতিদিনই বেশ কিছু পর্যটক এই দ্বীপে ঘুড়তে আসছেন। তবে সেই সংখ্যাটা খুব একটা বেশী নয়। মুলত এই চর গুলো নিয়ে খুব একটা পরিচিতি নেই বিধায় এখানে টুরিস্টদের আনাগোনা কম।
চর নিজাম এই চরটি চর নিজাম কালকিনি নামেও স্থানীয়দের কাছে পরিচিত। চর নিজামে বর্তমানে প্রায় ৩০০টির ও বেশী পরিবার বাস করে। এই চার নিজাম ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হয়েছিল এবং খুব তাড়াতাড়িই মানুষজন এখানে বসতি স্থাপন শুরু করে।
চর নিজাম কিভাবে যাওয়া যায়:
সাকুচিয়া উত্তর ইউনিয়ন পরিষদের পশ্চিমে জনতা বাজার থেকে দক্ষিন দিকে নদী পথে ট্রলার যোগে ২ঘন্টা চালালে চর নিজাম পৌছানো যায়।