গুলিয়াখালী সী বিচ (Guliakhali Sea Beach) বা গুলিয়াখালি সমুদ্র সৈকত চট্রগ্রামের সীতাকুন্ডের সেরা দর্শনীয় স্থান। প্রতিদিনই অসংখ্য পর্যটক বেড়াতে আসেন ভিন্ন রকম এই সমুদ্র সৈকত দেখতে। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। গুলিয়াখালী সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
এই সৈকতটি অন্যসব সৈকতের মত নয়। এর ভু-প্রাকৃতিক গঠন সম্পূর্ন আলাদা। এই সৈকতের একদিকে দীগন্তব্যাপী সমুদ্র আর অন্যদিকে কেওড়ার বন। পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অন্যন্য। এই সবুজের মাঝ দিয়েে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালীর অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে।