ক্যাম্পিং এর জন্য যা প্রয়োজন (Camping Items Checklist) তা জানাবো আমাদের আজকের এই পোস্ট এর মাধ্যমে।
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায়না এমন মানুষ খুব কম। কিন্তু সময় সুযোগ আর টাকার অভাবে অনেকেই ইচ্ছে হলেও ঘুরতে যেতে পারেন না। ঘন গহীন বনে কিংবা কোন পাহাড়ে ঘেড়া লেকের পাশে কার না মন চাইবে একটি রাত কাটানোর। আর সেই অভিজ্ঞতা জীবনে সবার হয়না।
চলুন জেনে নেই ক্যাম্পিং এর জন্য যে সকল জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে নিতে হবে:
১. টেন্ট (তাবু)
২. স্লিপিং ব্যাগ
৩. স্লিপিং প্যাড
৪. ক্যাম্পং পিলো
৫. হ্যাডল্যাম্প এবং ফ্লাসলাইট
৬. স্টোভ এবং মিনি সিলিন্ডার
৭. মিনি হট পট রান্নার জন্য।
৮. মিনি প্লেট খাবারের জন্য।
৯. পানি
১০. কাটিং বোর্ড
১১. ছুড়ি
১২. রান্নার প্রয়োজনীয় উপকরন (লবন+ মরিচ+হলুদ+ যা রান্না হবে)
এছাড়াও হাইকিং এর জন্য যা লাগেবে তার সবই আপনাকে নিতে হবে। একটা সুন্দর আনন্দদায়ক ভ্রমনের জন্য।