করোনা মহামারীর কারনে পুরো বিশ্ব থমকে আছে। বিগত ৬ থেকে ৮ মানুষ তার নিজ ঘড়েই বন্দী জীপন পার করছে। এতটা সমেয় ঘড়ে থাকার প্রভাব পড়েছে মানুষের মনে। তাইতো ভ্রমন প্রেমী মানুষেরা এখন হন্য হয়ে খুজছে কোন দেশ কবে খুলে দেওয়া হবে। আর কবে তারা বেড়াতে যাবে। তবে দুঃখের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এশিয়ার ভ্রমন প্রেমীদের জন্য জনপ্রিয় সব ডেস্টিনেশন ই বন্ধ। কবে খোলা হবে তার সঠিক ইঙ্গিত দিচ্ছেনা কোন দেশই।যদিও বিষয়টা নির্ভর করছে করোনা পরিস্থিতি কোন দেশে কতটা স্বাভাবিক তার উপর
১. মালদ্বীপঃ সাগরের বুকে ক্ষুদ্র এক দ্বীপ রাস্ট্র মালদ্বীপ। নৈসির্গক সৌন্দেযের্র এই দেশটিই লকডাউনের পরে বর্তমানে পর্যটকদের একমাত্র ভরসা।
এই দেশে যেতে হলে যে শর্তসর্মহ পালন করতে হবেঃ
১. কোন ধরেনের কোয়ারেনটাইন বা আইসোলেশন এ থাকার প্রয়োজন নেই।
২. ভ্রমনের সবোর্চ্চ ৭২ ঘন্টা আগের কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিতে হবে।
২. পাকিস্তানঃ
পাকিস্তান সম্পর্কে আমাদের নেতিবাচক ধারনা থাকলেও পাকিস্তানের নৈসগির্ক সৌন্দর্য দেখলে আপনি অবাক হতে বাধ্য। চাইলে যেতে পারেন এই দেশে।
এই দেশে যেতে হলে যে শর্তসর্মহ পালন করতে হবেঃ
১. কোন ধরেনের কোয়ারেনটাইন বা আইসোলেশন এ থাকার প্রয়োজন নেই।
২. ভ্রমনের সবোর্চ্চ ৯৬ ঘন্টা আগের কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে।
৩। সংযুক্ত আরব আমিরাত (দুবাই/আবুধাবি)
বিলাসবহুল গাড়ী আর আকাশচুম্বি অট্রালিকার শহর দুবাই।বিশ্ব কিভাবে আধুনিক হচ্ছে তা দেখতে চাইলে যেতে হহবে এই শহরে।
এই দেশে যেতে হলে যে শর্তসর্মহ পালন করতে হবেঃ
১. কোন ধরেনের কোয়ারেনটাইন বা আইসোলেশন এ থাকার প্রয়োজন নেই।
২. ভ্রমনের সবোর্চ্চ ৯৬ ঘন্টা আগের কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে।