1. admin@vromontv.com : vromonadmin :
ভ্রমন টিভি। ভ্রমন,ভিসা,ইমিগ্রেশন নিয়ে দেশের প্রথম অনলাইন টিভি।
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
ভ্রমন সংক্রান্ত সর্বশেষ খবর
ডিবির হাওর। Dibir Haor ‍Sylhet। অসাধারন এক দর্শনীয় স্থান। শিলং (Shilong) মেঘালয় (Meghalaya) ভ্রমন গাইড। শিলং এর সকল দর্শনীয় স্থান। সিঙ্গাপুর গিয়ে কি কি দেখবেন এবং বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এর ভিসা কিভাবে করবেন। (Singapore Visa From Bangladesh) বাংলাদেশ থেকে সুইডেন ভিসা (Sweden Visa From Bangladesh) কিভাবে করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা (USA Tourist Visa From Bangladesh) কিভাবে করবেন। জার্মানি ভ্রমন ভিসা করতে চান? জেনে নিন (Germany Tourist Visa) প্রয়োজনীয় ডকুমেন্টস জেনে নিন ইউরোপের শক্তিশালী দেশ জার্মানি (Germany Documentary) সর্ম্পকে। নভোএয়ার এ কক্সবাজার এর টিকেট কিনলে দুই রাত হোটেল ফ্রি। (NovoAir Ticket Offer) অ্যান্টার্কটিকা জয়ের বিস্ময়কর গল্প! এন্টার্কটিকা মহাদেশ ভ্রমন গল্প শুনুন বাঙালি দম্পতির কাছ থেকে। Antarctica Travel বিমানে করে ঘুরে আসতে পারবেন অ্যান্টার্কটিকা (এন্টার্কটিকা) মহাদেশ থেকে। Antarctica Travel







আমেরিকা ভিসা U.S Visa/American Visa ও ভ্রমন নিয়ে বিস্তারিত

Travel News
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৩৮৯ Time View
আমেরিকা ভ্রমন। কি দেখবেন। কত খরচ বিস্তারিত
আমেরিকা ভ্রমন। কি দেখবেন। কত খরচ বিস্তারিত







বাংলাদেশ থেকে আমেরিকা ভিসা U.S Visa/American Visa ও ভ্রমন নিয়ে আমাদের আজকের পর্ব।

U.S /American আমেরিকা খুবই বৈচিত্র্যপূর্ণ এবং বিশ্বের একটি শক্তিশালী দেশ। অর্থনৈতিক শক্তিশালী এ দেশটির প্রতি সবারই আগ্রহ একটু বেশি। আমরা অনেকেই বিভিন্ন ধরনের কাজের জন্য আমেরিকায় যেতে চাই। আমেরিকায় যাওয়ার জন্য আমাদের আমেরিকা ভিসা U.S Visa/American Visa লাগে। 

আমেরিকা ভিসা U.S Visa/American Visa পাওয়ার উপায় 

আমেরিকা ভিসা U.S Visa/American Visa পাওয়ার উপায় বা আমেরিকা ভিসা U.S Visa/American Visa কিভাবে পাওয়া যায় এইসম্পর্কে আমাদের জানার আগ্রহের কমতি নেই।

U.S /American আমেরিকাতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। আর যেই সকল ভিসা দেওয়া হয় অবশ্যই তাদের ভিসা সম্পর্কিত কিছু নির্দেশনা থাকে সেই নির্দেশনাগুলো মানলে খুব সহজেই আমেরিকা ভিসা U.S Visa/American Visa পাওয়া যায়।

U.S Visa/American Visa আমেরিকার ভিসার ক্যাটাগরি 

  • আমেরিকা ওয়ার্ক ভিসা America Work permit Visa/ U.S Work permit Visa
  • আমেরিকার টুরিস্ট ভিসা America Tourist Visa/ U.S Tourist Visa  
  • আমেরিকা স্টুডেন্ট ভিসা America Student Visa/ U.S Student Visa
  • আমেরিকা ফ্যামিলি ভিসা America Family Visa/ U.S Foamily Visa
  • আমেরিকা ডিভি ভিসা America DV Visa/ U.S DV Visa
  • আমেরিকার বিজনসে ভিসা  America Business Visa/ U.S  Business Visa
  • আমেরিকা অভিবাসন ভিসা America  Immigration Visa/ U.S  Immigration Visa

সাধারণত আমেরিকা থেকে এই ধরনের ভিসা ছাড়া আরও অনেক ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। সঠিক যোগ্যতা থাকলে আপনারা এই ধরনের বিষয় গুলোর মাধ্যমে খুব সহজেই আমেরিকা যেতে পারবেন।

আমেরিকা ওয়ার্ক ভিসা America Work permit Visa/ U.S Work permit Visa

আমেরিকা ওয়ার্ক ভিসা America Work permit Visa/ U.S Work permit Visa প্রসেসিং হতে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ । এই ভিসার মেয়াদ প্রায় ৬ বছর পর্যন্ত হয়ে থাকে। পরবর্তী তে আপনি চাইলে আবার রিনিউ করতে পারবেন।

১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।

২.  পাসপোর্ট সাইজ এর সদ্য তোলা রঙিন ছবি।

৩. দেশী নাগরিকত্ব সনদপত্র।

৪. কোভিড-১৯ এর  ভ্যাকসিন এর ডোসের ফর্ম।

৫. যে স্পনসর করছে তার আকামার কপি।

৬. জন্ম নিবন্ধন পত্র।

৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

৮. মেডিকেল ফিটনেস এর ত্যায়িত কাগজ পত্র। 

৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস। 

১০. ব্যাংক এর পেপার সমুহ।

যারা আমেরিকাতে শুধুমাত্র সিজনাল কাজের জন্য ভিসা করতে চান তারাও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমেরিকা ভিসা আবেদন খুব সহজেই করতে পারবেন https://bd.usembassy.gov এই সাইটের মাধ্যমে এবং আপনার খরচ পড়বে ১৬,৫০০ টাকার মতো। 

আমেরিকার টুরিস্ট ভিসা America Tourist Visa/ U.S Tourist Visa

আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং হতে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ পরিমাণ কার্য দিবস সময় পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল হলো সর্বোচ্চ ১ বছর পর্যন্ত।

আমেরিকা টুরিস্ট ভিসাঃ

১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।

২.  পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।

৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।

৪. কোভিড-১৯ এর  ভ্যাকসিন এর ডোসের ফর্ম।

৫. স্পনসর এর আকামার কপি।

৬. জন্ম নিবন্ধন পত্র।

৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

৮. ইন্সুইরেন্স সংক্রান্ত সকল কাগজ পত্র।

৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস। 

১০. ব্যাংক এর পেপারস।

বাংলাদেশ থেকে যদি আপনারা আমেরিকা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনার মোট খরচ পড়বে ১৩,৯৯০ টাকার মতো। আপনারা সরাসরি এই https://bd.usembassy.gov ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা টুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন।

আমেরিকা স্টুডেন্ট ভিসা America Student Visa/ U.S Student Visa

এই ভিসা প্রসেস হতে সময় লাগে মাত্র ৫ থেকে ১০ কার্য দিবস পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল থাকবে যত দিন উচ্চশিক্ষা শেষ না হবে সেই পর্যন্ত।

১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।

২. আমেরিকার ভিসা আবেদন  অফিস এর প্র‍য়োজন অনুযায়ী পাসপোর্ট সাইজ এর ক্লিয়ার রঙিন ছবি।

৩. আপনার পছন্দ অনুযায়ী আমেরিকা তে অবস্থান করা যে কোনো বিশ্ববিদ্যালয় এর অফার লেটার।

৪.  স্কুল এবং কলেজ এর সকল প্রকার মেইন সার্টিফিকেট সমূহ এবং তার সাথে আরও দরকার হবে সেই সকল পরীক্ষা সমূহের মার্কশিট গুুলো।

৫. IELTS স্কোর এর সার্টিফিকেট।

৬. আমেরিকা তে অবস্থিত বিশ্ববিদ্যালয় এর এপ্লিকেশন ফর্ম। 

৭. ব্যাংক সলভেন্সি এর পেপারস সমূহ। 

৮. স্টুডেন্ট ভিসার এপ্লিকেশন ফর্ম।

৯. শিক্ষার্থী রা অবশ্যই তাদের সকল প্রকার প্রয়োজনীয় কাগজ সমূহ গুলো ভেরিফিকাশন করে নিতে হবে।

১০. স্টুডেন্ট এর লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস। 

১১. রিকমেন্ডেশন লেটার অথবা মোটিভেশনাল লেটার।

১২. স্টুডেন্ট এর সিভি।

১৩. কোভিড- ১৯ এর  ভ্যাকসিন এর ডোস এর ফর্ম।

১৪. আগের স্কুল কলেজ এর সকল সার্টিফিকেট এর মেইন কপি এবং ফটোকপি তার সাথে অবশ্যই থাকতে হবে শিক্ষাবোর্ড এবং অ্যাম্বাসি কর্তৃক সত্যায়িত কপি।

১৫. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

১৬. ইন্সুইরেন্স এর কপি।

বাংলাদেশ থেকে যারা আমেরিকা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারা এই ওয়েবসাইটটিতে https://bd.usembassy.gov খুব সহজেই ১৪০০০ টাকা ফি দেয়ার মাধ্যমে আমেরিকা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

আমেরিকা ফ্যামিলি ভিসা America Family Visa/ U.S Foamily Visa

আমেরিকা ফ্যামিলি ভিসা প্রসেসিং হতে সময় লাগে ১৪ থেকে ১৮ মাস পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল থাকবে ১ বছর থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত।

১. লিগেল ডিজিটাল পাসপোর্ট এবং তার কপি।

২.  ভিসা অফিল এর রিকুয়েরমেন্ট অনুযায়ী পাসপোর্ট সাইজ এর সদ্য তোলা রঙিন ছবি।

৩. ইন্সুইরেন্স এর কপি।

৪. বাংলাদেশী নাগরিকত্ব সনদপত্র।

৫. পরিবার এর যেই সদস্য স্পনসর করছে তার আকামার কপি।

৬. জন্ম নিবন্ধন পত্র।

৭. কোভিড-১৯ এর  ভ্যাকসিন ডোস এর আসল ফর্ম।

৮. বিয়ের ছবি।

৯. বিয়েতে উপস্তিত সাক্ষি দের প্রমান স্বরূপ সিগনেচার। 

১০. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

১১. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।

১২. বিয়ের আসল কাবিন নামার কপি।

আমেরিকার বিজনসে ভিসা  America Business Visa/ U.S  Business Visa

আমেরিকা বিজনেস ভিসাঃ

আমেরিকা বিজনেস ভিসা প্রসেসিং হতে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ পরিমাণ কার্য দিবস সময় পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল হলো সর্বোচ্চ ১ বছর পর্যন্ত।

১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।

২.  পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।

৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।

৪. কোভিড-১৯ এর  ভ্যাকসিন এর ডোসের ফর্ম।

৫. স্পনসর এর আকামার কপি।

৬. জন্ম নিবন্ধন পত্র।

৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

৮. বিজনেস সংক্রান্ত সকল কাগজ পত্র।

৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস। 

১০. ব্যাংক এর পেপারস।

১১. ইন্সুইরেন্স এর কাগজ পত্র।










Please Share This Post in Your Social Media

One thought on "আমেরিকা ভিসা U.S Visa/American Visa ও ভ্রমন নিয়ে বিস্তারিত"




  1. Mithu says:

    I want to more information for tourist visa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




More News Of This Category







© All rights reserved © 2022 VromonTV
Developed By VromonTV