আন্ধারমানিক ভ্রমন (Andharmanik Tour) টিটিবি এর সাথে!
অবশ্যই পুরো ইভেন্ট ডেসক্রিপশন পড়ে ট্যুরের জন্য কনফার্ম করবেন।আপনি যাবেন নিশ্চিত না হলে গোয়িং না দেয়ার অনুরোধ রইলো। ট্যুর সম্পর্কে আপডেট পেতে ইন্টারেস্টেড ক্লিক করে রাখতে পারেন।এসে গেছে আমাদের রহস্যাঘেরা আন্ধারমানিকের ইভেন্ট। চলুন বিস্তারিত দেখে নেই।
প্রথমেই সাবধানতাঃ
->এটা একটা অফ ট্রেইল ট্যুর। এখানে সব রকম পরিস্থিতি মোকাবেলার মানসিকতা থাকতে হবে।
->৫ দিনের মধ্যে ৫ দিনই প্রায় ৭-৮ ঘন্টা করে হাটতে হবে।নিজের শারীরিক সক্ষমতা সম্পর্কে অবগত হয়েই ইভেন্টে বুকিং দেয়ার অনুরোধ রইলো।
->খাবার দাবারের কোন ঠিক ঠিকানা থাকবে না।।আর খাবারের মান নিয়ে কোন অভিযোগ করা যাবে না।
->স্বাস্থ্যসম্মত টয়লেট থাকবে না।কোন রকম কাজ চালাইতে পারলেই হয় এখানে।
->রাতের আঁধারেও ট্রেকিং করা লাগতে পারে।
->জোঁকের আক্রমণ সইতে হবে। তাই এ বিষয়ে কারো ফোবিয়া থাকলে না যাওয়াই ভালো।
->নিজদের রেশন বহন করতে হবে।অর্থাৎ আপনি ৫ দিনের আপনার প্রয়োজনীয় খাবার আপনাকেই বহন করে নিয়ে যেতে হবে।
->শারীরিক বা মানসিকভাবে দুর্বল ব্যাক্তিদেরকে এই ইভেন্টে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে।যদি আপনি নিজেকে এডভান্স লেভেলের ট্রেকার ভেবে থাকেন তবেই এই ট্যূরে আপনি আমন্ত্রিত।
->মোবাইলের নেটওয়ার্ক থাকবে না। বিদ্যুৎ থাকবে না।সর্বোপরি, জাগতিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় কাটাতে হবে ৫টা দিন। এটি মূলত একটি সারভাইভাল ট্যুর। ৫ দিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ যারা নিতে চান তাদের জন্যই আমাদের এই আয়োজন।যদি আপনি নিজেকে এডভান্স লেভেলের ট্রেকার ভেবে থাকেন তবেই এই ট্যূরে আপনি আমন্ত্রিত।যদি আপনি নিজের সক্ষমতার সর্বশেষ সীমা দেখতে চান তবে এই ট্যুর আপনার জন্য।৬ টা দিন এডভেঞ্চারের শিহরণে মিলেমিশে একাকার হতে চাইলে পরের বর্ণনা পড়ুন।আশা করি যথেষ্ট পরিমাণে ভয় লাগানো হয়ে গেছে।এবার ইন্ট্রোতে ঢুকি।
কল্পনার রাজ্যের মতো আন্ধারমানিক পর্যটকদের কাছে আকর্ষণীয় এক স্থান।আন্ধারমানিকের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে; ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বান্দরবান জেলার থানছি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক।কল্পনাকেও হার মানানো এমন স্থানে এডভেঞ্চারের সুযোগ দিতে আগামী ২৮ ডিসেম্বর যাচ্ছি আলিকদমে। আপনাদের নতুন কিছুর স্বাদ পাইয়ে দেয়ার। আর সে লক্ষ্যেই এবার আমাদের যাত্রা হবে আলিকদমের গহিনে লুকিয়ে থাকা এই অন্ধকার রাজ্য।
ট্রিপ স্টাইলঃ ব্যাকপেকিং
ট্রেকিং স্টাইলঃ এডভান্সড
#ইভেন্ট_ফিঃ
চট্টগ্রাম থেকেঃ ৬৫৫০টাকা জনপ্রতি
ঢাকা থেকেঃ ৭৭৫০
অগ্রীমঃ২৫৫০ টাকাটিম সাইজঃ১০ জন।কোন ভাবেই এর চেয়ে বেশি নেয়ার সুযোগ নেই। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট বুকিং নেয়া হবে।
#ভ্রমণের_শুরুর_তারিখ_স্থান_সময়ঃ
ঢাকাঃ ২৭ জানুয়ারি ,২০২২ রাতে সায়েদাবাদ থেকে যাত্রা শুরু।
চট্টগ্রামঃ ২৮ জানুয়ারি সকালে বহদ্দারহাট হতে।ভ্রমণ শেষঃ ১ ফেব্রুয়ারী ,২০২২
#ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনাঃ
সিট বুকিং কারীদের জানানো হবে।
#ভ্রমণ_স্থান
-থানকোয়াইন ঝর্ণা
-পালংখিয়াং ঝর্ণা
-ক্রাতং ঝর্ণা
-নারিশ্যা ঝিরি
-আন্ধারমানিক পাড়া
এগুলো ছাড়াও নাম না জানা আরো অনেক আকর্ষণীয় স্থানের দেখা মিলবে এই অভিযানে।
#ইভেন্ট_ফিতে_যা_থাকছে
– প্রতিদিন সুবিধা মতন খাবার
-সকল প্রকার যাতায়াত খরচ
-গ্রুপ টিশার্ট
-সার্বক্ষণিক দক্ষ গাইড সেবা।
-খেজুর,পিনাট বার,ম্যাংগো বার,বাদাম,কিসমিস,বিসকুট সহ সকল প্রকার শুকনো খাবার
এক কথায়,ব্যাক্তিগত খরচ ছাড়া সবকিছুই।
#যা_থাকছেনাঃ
– কোন ব্যক্তিগত খরচ
– কোন ঔষধ।
– যাত্রা বিরতিতে খাবার।
– প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।========
#বুকিং_পলিসি#=========
>ইভেন্ট কনফার্ম করার নিয়মাবলিঃ
১ম ধাপঃ আমাদের ফেসবুক পেজের ইভেন্টে “Going” দিন এবং নিজের টাইমলাইনে শেয়ার করুন।
২য় ধাপঃ ইনবক্সে স্টুডেন্ট আইডি কার্ডের ছবি পাঠিয়ে দিবেন অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি দিবেন ।
৩য় ধাপঃ অগ্রীম ২৫৫০ টাকা জমা দিতে হবে (অফেরতযোগ্য)। বুকিং ছাড়া ট্যুর কনফার্ম করা হবে না। অবশিষ্ট টাকা ট্যুরের দিন কালেক্ট করা হবে।বুকিং মানি বিকাশ খরচ যোগ করে পাঠানোর অনুরোধ রইলো।আমাদের আসন সীমিত।তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বন্টন করা হবে।
প্রয়োজনীয় জিনিসপত্রঃ
-যেহেতু করোনা’র প্রকোপ তাই ব্যক্তিগত সতর্কতা অত্যন্ত জরুরি। তাই প্রত্যেকেই নিজ নিজ “মাস্ক” ও “হ্যান্ড সেনিটাইজার” সাথে রাখবেন। এবং প্রত্যেকেই যথাযথ সতর্কতা ও নিরাপত্তা নীতিমালা মেনে চলার চেষ্টা করবেন।
-জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা স্টুডেন্ট আইডি কার্ডের ১টি করে ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (বাধ্যতামূলক)।
-পলিথিন ব্যাগ (মোবাইল, ক্যামেরা বা ভেজা কাপড় রাখার জন্য ও নিজের ময়লা আবর্জনা রাখার জন্য)
-যেহেতু গরমকাল, সাথে গামছা বা ক্যাপ রাখবেন।
-পাওয়ার ব্যাংক
-টুথব্রাশ, পেস্ট
-লুঙ্গি,তোয়ালে
-টর্চলাইট
-ট্রেকিং স্যান্ডেল
-ব্যাকপ্যাক
-রেইন কভার
-ওডোমস(মশা রোধক ক্রিম)
-পানির বোতল>শর্তসমূহঃ
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকা জরুরি।এখানে বিভিন্ন বয়স-শ্রেণি-পেশার লোকের সমাগম হবে।সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরী।
-যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজন হলে আবর্জনা ফেলার জন্য আলাদা পলিথিনের ব্যাগ রাখতে পারেন। আমাদের কারণে যেন প্রকৃতির কোনো প্রকার ক্ষতি নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে।
-ইভেন্ট যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য একে অপরকে সাহায্য করার মানসিকতা রাখতে হবে।
-স্থানীয়দের সাথে কোনো প্রকার বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলতে চাইলে প্রয়োজনে ট্যুর হোস্টের সাহায্য নিতে হবে।
-বাসের সীট বন্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে তাই যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।
-দলছুট হওয়া যাবে না। জরূরী প্রয়োজনে কোথাও যেতে হলে ট্যুর হোস্টের অনুমতি নিয়ে যেতে হবে।>
বি:দ্র:
-যদিও সর্বোচ্চ সতর্কতা নেয়া হবে।তবু ট্যুর চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে না।যেকোনো সময় যেকোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে যার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই তাই যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থেকে নিজ দায়িত্বে ট্যুরে কনফার্ম করার অনুরোধ করা হলো।
-আবহাওয়া ও পরিবেশ কিংবা যেকোন প্রয়োজনে ট্যুর প্ল্যান চেঞ্জ হতে পারে।বিরূপ পরিবেশের কারণে যদি ট্রলার না চলে তবে ট্যুর স্থগিত করা হবে।সেক্ষেত্রে অগ্রিম টাকা ফেরত দেয়া হবে।
-যেকোনো ব্যাপারে ট্যুর হোস্টের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাই হোস্টের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে। ট্যুরটি সকলের জন্যই উন্মুক্ত।নারীপুরুষ ধর্ম বয়স বিবাহিত অবিবাহিত নির্বিশেষে যেকেউ আমাদের সাথে জয়েন করতে পারেন।তবে অবশ্যই পুরো ইভেন্ট ডেসক্রিপশন পড়ে তারপর কনফার্ম করবেন।