বিছানাকান্দি (Bisanakandi) বাংলাদেশের সিলেট জেলার এটি একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান। ভারতের মেঘালয় রাজ্যের বিস্তীর্ন পাহার আর সবুজের দেয়াল ঘেসে বাংলাদেশ সীমান্তে বয়ে চলা গোয়াইন নদী সহ এর আশে পাশের যায়গাজুড়ে এই বিছানাকান্দি। এখানকার সৌন্দর্য আসলে লিখে প্রকাশ করার নয়। তাই সিলেট বেড়াতে আসলে অবশ্যই এই জায়গাটিতে আসবেন।
কিভাবে যাবেন:
সিলেট জেলার আম্বরখানা থেকে সিএনজি নিয়ে প্রথমেই চলে আসুন হাদারপাড়। হাদারপাড় থেকে ১১০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে নৌকা নিয়ে চলে আসতে পারবেন বিছানাকান্দি। আর যে কোন ভাড়া ঠিক করার আগে দামাদমি কড়ে নিবেন।
কোথায় থাকবেন: বিছানাকান্দি সিলেট শহর থেকে সহজেই যাওয়া যায় তাই আপনারা দিনে গিয়ে সন্ধার আগেই ফিরে আসতে পারবেন। এবং রাতে সিলেট শহরে থাকতে পারবেন। সিলেট শহরের কিছু হোটেল এর নাম ও নম্বর দেওয়া হলো:
হােটল রাজ ভিউ (০৮২১-৭২১৪৩৯)।
বরবাজাের হােটল (০৮২১-৭২১১৪৩)।
আরখানায় হােটল পলাশ (০৮২১-৭১৮৩০৯)।
দরগা এলাকায় হােটল দরগােগইট (০৮২১-৭১৭০৬৬)।
জাবাজাের হােটল মুন লাইট (০৮২১-৭১৪৮৫০)।
কি খাবেন: বিছানাকান্দিতে শুকনা খাবার ছাড়া তেমন কিছু নেই। তাই সিলেট শহর থেকে খাবার নিয়ে যাওয়াই ভালো। এছাড়াও সিলেট শহরে আপনারা জনপ্রিয় কিছু হোটেলে খাবারের জন্য যেতে পারেন। যেমন পানসি হোটেল, পাচ ভাই রেস্টুরেন্ট এবং পালকি রেস্টুরেন্ট।
মোট খরচ আনুমানিক: আনুমানিক ২ দিনের ট্যুরে একজন সব মিলে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হেতে পারে।