ঠিকানা রেস্টুরেন্ট বর্তমানে খুবই জনপ্রিয় একটি জায়গা। বিশেষ করে ঢাকাবাসীদের তো অবশ্যই। রেস্টুরেন্টের নির্মানশৈলী দেখে মুগ্ধ হন অনেকেই। তবে শীতকালে পুরো রিসোর্ট এর সৌন্দর্য্য ভিন্ন মাত্রায় রুপ নেয়।
ঠিকানা রেস্টুরেন্ট টি গুলশান থেকে দুই,তিন কি,মি দূরে বেরাইদ, বাড্ডা, বালু নদীর পাড়ে অবস্থিত, সুন্দর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে, বিবাহ জন্মদিন গায়ে হলুদ সহ যে কোন কর্পোরেট বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন – অথবা একান্ত কাছের মানুষদের নিয়ে সকাল দুপুর বা রাতের খাবার খেতে আসতে পারেন ঠিকানায়। যাওয়ার আগে ফোন করে কনফার্ম করে গেলে ভাল হয়।।এর ভিউ দিন এ এক রকম রাত এ আরেক রকম।
ঠিকানায় থাকা এবং খাবার খেতে যেতে পারেন। এখানের খাবারের তালিকার রয়েছে দেশীয় নানা রকমের পিঠার আয়োজন। আপনি দেখতে পাবেন গ্রামীণ মাটির চুলায় পিঠা তৈরি প্রণালী- চাইলে চুলার পাশে কুঁড়েঘরে বসে খেতে পারবেন গরম গরম পিঠা, এছাড়া ঠিকানার নিজস্ব ক্ষেতে চাষ করা শাকসবজি ও মাছ খাওয়ার সুযোগ তো থাকছেই। তবে দাম তুলনামূলকভাবে একটু বেশি
ঠিকানা রেস্টুরেন্টে প্রবেশ ফি নিবে প্রতি জনের ২০০ টাকা। তবে যদি কোন খাবারের অর্ডার দিয়ে থাকেন তবে খাবারের মূল্য থেকে ২০০ টাকা কাটা হয়। আর যদি কোন খাবার না খেয়ে থকেন তবে ২০০ টাকা ফেরত দেওয়া হয় না।
লোকেশনঃ ১০০ ফিট,মাদানী এভিনিউ, বেরাইদ,বাড্ডা।
কিভাবে যাবেনঃ নতুন বাজার থেকে লেগুনা পাওয়া যায়। বলবেন বেরাইদ ঠিকানা রেস্টুরেন্টে যাবো।ভাড়াঃ ২০/২৫ টাকা।উওর বাড্ডা থেকে অটোরিকশা পাওয়া যায়।ভাড়াঃ ৬০/৭০ টাকা
নিয়মাবলিঃ রেস্টুরেন্টে ঢুকতে গেলে ২০০ টাকা লাগবে।