আমিরগঞ্জ জমিদার বাড়ি (Amirgonj Jamidar Bari) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি বাংলাদেশের বেশীর ভাগ মানুষের কাছেই অজানা। তাই ভ্রমন টিভির আজকের এপিসোডে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব নরসিংদী জেলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই আমিরগঞ্জ জমিদার বাড়ি ও এর ইতিহাস সম্পর্কে।
স্থানীয়দের কাছে এই জমিদার বাড়ি আমিরগঞ্জ বড় বাড়ী নামেই বেশী পরিচিত।
চলুন জেনে নেই আমিরগঞ্জ জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাসঃ
জমিদার সদর উদ্দীন ভূইয়া, হাজী মহব্বত আলী ভূইয়া ও হাজী মুন্সী সায়েবুল্লাহ ভূইয়া এই তিন ভাই মিলে এই আমিরগঞ্জ জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির ভবন তৈরির কাজ শুরু হয় ১৯১৯ সালে এবং শেষ ১৯২৫ সালে। বাড়িটির গায়ে খোদাই করা ১৯২৫ সাল এখনও স্পস্ট বোঝা যায়।
এই তিন জমিদার পাট ও ঠিকাদারি ব্যবসা করতেন। যার মাধ্যমে তারা প্রচুর ধন-সম্পত্তির মালিক হন। লেকামুখে শোনা যায় তৎকালীন সময়ে প্রায় ৭৫০০০ টাকা খরচ করে এই জমিদারগন এই বাড়িটি নির্মান করেন।
আমিরগঞ্জ জমিদার বাড়িতে রয়েছে অন্য সব জমিদার বাড়ির মতিই নান্দনিক ডিজাইন। যা আর সব জমিদার বাড়ির মতই রাজকীয়তার পরিচয় দেয়। কিন্ত অযত্ন ও অবহেলায় এই বাড়িটি ধীরে ধীরে হয়তো একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জানা যায় এই জমিদারদের উত্তরাধীকাররা এখনও দেশে বিদেশে রয়েছেন। বর্তমোনে এই বাড়িতে ২ থেকে ৩ টি পরিবারকে বাস করতে দেখা গেছে। তবে তারা কারা বা এই বাড়ির সাথে তাদের সম্পর্ক কি নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রিয় দর্শক, ইতিহাস আর ঐতিহ্যপ্রেমী হলে একটি দিন ঘুড়ে আসতে পারেন এই জমিদার বাড়ি থেকে। আর এখানে আসলে অবশ্যইিআটকান্দি নীল কুঠি মসজিদ টি দেখে আসতে ভুলবেন না।